ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাপাসিয়ায় ৬ ইটভাটার মালিককে ৩৬ লাখ টাকা জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
কাপাসিয়ায় ৬ ইটভাটার মালিককে ৩৬ লাখ টাকা জরিমানা  ইটভাটা ভাঙ্গা হচ্ছে। ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলার আড়াল বাজার ও ধানদিয়া এলাকায় ৬টি ইটভাটা ভেঙে দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার (১২ জানুয়ারি) দিনব্যাপী এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কাপাসিয়া উপজেলার আড়াল বাজার এলাকায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এসময় ওই এলাকার মনির মোল্লার মেসার্স এম কে বি ব্রিকস, খন্দকার আলমগীর হোসেনের আড়াল ব্রিকস সেন্টার ও আলাউদ্দিন লস্করের মেসার্স ফোর ফ্রেন্ড ব্রিকস।  

পরে ধানদিয়া এলাকায় দ্বীন ইসলামের সততা ব্রিকস, ইকবাল হোসেনের ফাইভ ব্রাদার্স ব্রিকস (এফবিবি), মোশারফ হোসেনের এজেএম ব্রিকস ভেকু দিয়ে ভেঙে দেওয়া হয়।  
এর আগে ফায়ার সার্ভিস দিয়ে ওইসব ইটভাটার আগুন নেভানো হয়। এসময় ওই ৬ ইটভাটা মালিককে ৬ লাখ টাকা করে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়।  

এসময় গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন ও মমিন ভূঁইয়া, পরিদর্শক দিলরুবা আক্তার উপস্থিত ছিলেন। এছাড়া ভ্রাম্যমাণ আদালতকে গাজীপুর র‌্যাব-১, জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সহযোগিতা করেন।  

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, কাপাসিয়া উপজেলার আড়াল বাজার ও ধানদিয়া এলাকায়  অভিযান চালানো হয়। এসময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ওই ৬টি অবৈধ  ইটভাটা মালিককে ৬ লাখ টাকা করে ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়। পরে ওইসব ইটভাটা ভেকু দিয়ে ভেঙে ফায়ার সার্ভিস দিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয়েছে। পরিবেশ দূষণ বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।