ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
কেরানীগঞ্জে অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্য  আটক

ঢাকা: ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও গুলিসহ এক ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় র‌্যাব-১০ এর অপারেশন অফিসার এএসপি মো. শাহীনুর চৌধুরী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

আটক ডাকাত দলের পাঁচ সদস্য হলেন- ভোলার মো. শামীম (২৪), মাদারীপুরের মো. ফয়সাল (২২), মো. শাহজালাল হাওলাদার (২৪), মো. সম্রাট সরদার (২১) ও মো. খায়রুল ফকির (২৭)। অভিযানে তাদের কাছ থেকে দু’টি ওয়ান শুটারগান, তিন রাউন্ড গুলি, চারটি চাকু, পাঁচটি মোবাইল ফোন ও নগদ তিন হাজার ১০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-১০ এর অপারেশন অফিসার এএসপি মো. শাহীনুর চৌধুরী জানান, সোমবার (১১ জানুয়ারি) দিনগত রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কালিগঞ্জ পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে ওয়ান শুটারগান, গুলি ও দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করা হয়। তারা ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামিরা জানান, তারা একটি সক্রিয় ডাকাত দলের সদস্য। দীর্ঘদিন ধরেই তারা ঢাকাসহ বিভিন্ন এলাকায় ফাঁকা বাসা বাড়িতে ও সড়কে যানবাহন থামিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করতেন।

আটকদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এএসপি শাহীনুর।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
এসজেএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।