ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দাগনভূঞায় ডাকাতিতে ব্যর্থ হয়ে গুলি, গৃহবধূর মৃত্যু

শেখ ফরিদ উদ্দিন আক্তার, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০

ফেনী: ফেনীর দাগনভূঞায় মঙ্গলবার গভীর রাতে ডাকাতি করতে ব্যর্থ হয়ে রেনু বালা দাস (৫০) নামে এক গৃহবধূকে গুলি করে দুর্বৃত্তরা। বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওই গৃহবধূ মারা যান।



পুলিশ ও এলাকাবাসী জানায়, দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের দক্ষিণ কেরোনিয়া গ্রামে সুরেশ মিস্ত্রীর বাড়িতে মঙ্গলবার গভীর রাতে কয়েকজন সশস্ত্র ডাকাত হানা দেয়। তারা দরজা খুলতে ব্যর্থ হয়। এসময় ঘরের লোকজন চিৎকার দিলে ডাকাতরা গুলি চালায়। এতে গৃহবধূ রেনুবালা দাস গুলিবিদ্ধ হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়। তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির করা হয়। বুধবার সকালে তিনি মারা যান।

ফেনীর সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) এয়াকুব আলী মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ লুৎফর রহমান বাংলানিউজকে জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।