ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাবেক ডেপুটি স্পিকারের স্ত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
সাবেক ডেপুটি স্পিকারের স্ত্রীর মৃত্যু নাসরিন আরা সিদ্দিকী

নওগাঁ: জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার মরহুম আখতার হামিদ সিদ্দিকী নান্নুর সহধর্মিণী নাসরিন আরা সিদ্দিকী (৬০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বুধবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর পপুলার ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেস নিঃশ্বাস ত্যাগ করেন।  

মরহুমার বড় ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন তিনি শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। বেশ কিছুদিন আগে অসুস্থ হলে তাকে রাজধানীতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মৃত্যুবরণ করেন।

তিনি আরও জানান, মরহুমার মরদেহ পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নেওয়া হবে। সেখানে প্রথম নামাজে জানাজা শেষে ফেনীতে বাবার বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাকে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন মরহুমার ছেলে।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।