ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে উৎপাদনে যাবে রামপাল বিদ্যুৎকেন্দ্র’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে উৎপাদনে যাবে রামপাল বিদ্যুৎকেন্দ্র’ ...

খুলনা: স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রামপাল পাওয়ার প্ল্যান্ট উৎপাদনে যাবে বলে আশা প্রকাশ করেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে রামপাল পাওয়ার প্ল্যান্টের উদ্যোগে রামপাল-মোংলার বিভিন্ন ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথির বক্তৃতায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

এদিন গৌরম্ভা, রাজনগর, হুড়কা ও বুড়িরডাঙ্গা ইউনিয়নের প্রায় সাড়ে তিন হাজার দরিদ্র অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

মেয়র বলেন, পাওয়ার প্ল্যান্ট বহুমুখী সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে এবং সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।  

বিআইএফপিসিএল আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাওয়ার প্ল্যান্টের প্রকল্প পরিচালক এস সি পান্ডে।  

ব্যাবস্থাপক (এইটআর) তরিকুল ইসলামের সঞ্চালনায় বক্তৃতা করেন উপ-প্রকল্প পরিচালক রেজাউল করিম, রামপাল উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাস, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মল্লিক সুধাংশু, ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন গাজী, সরদার আব্দুল হান্নান ডাবলু, নিখিল চন্দ্র রায়, তপন কুমার গোলদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
এমআরএম/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।