ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চকবাজারে অস্ত্রসহ দুই ডাকাত আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
চকবাজারে অস্ত্রসহ দুই ডাকাত আটক

ঢাকা: রাজধানীর চকবাজার থানা এলাকা থেকে অস্ত্রসহ ডাকাতদলের দুই সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। বৃহস্পতিবার (জানুয়ারি ১৪) বিকেলে র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

আটক দু’জন হলেন- রাকিব হোসেন ওরফে হৃদয় (২০) ও মো. এনামুল (২৩)।

মেজর শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৩ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে র‌্যাব-১০ এর একটি দল চকবাজার মডেল থানার বকশীবাজার এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ডাকাতদলের দুই সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি শুটার গান, দুই রাউন্ড গুলি ও একটি চাকু জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটকরা একটি সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য। তারা দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় সংঘবদ্ধভাবে অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্রের ভয় দেখিয়ে ডাকতি করে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
এমএমআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।