ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাঘাটায় ভাইয়ের হাতে ভাই খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
সাঘাটায় ভাইয়ের হাতে ভাই খুন প্রতীকী

গাইবান্ধা: জমি নিয়ে বিরোধের জের ধরে গাইবান্ধার সাঘাটায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই সাবেক পুলিশ সদস্য আব্দুল আজিজ (৬৫) খুন হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

এর আগে সকালে উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের বাদিনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল ওই গ্রামের মৃত ইজ্জত উল্যার ছেলে।  

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (বাংলানিউজকে জানান, জমি নিয়ে
ছোট ভাই সঙ্গে তার সৎ ভাই ছাত্তার ও তার ছেলেদের বিরোধ চলছিল। এরই জেরে সকালে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুলকে মারধর করে গুরুত্বর আহত করেন ছাত্তারসহ তার লোকজন। পরে স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা আব্দুলকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়।

ওসি বেলাল হোসেন আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।