ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেহেরপুর সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
মেহেরপুর  সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি  নিহত ফাইল ছবি

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার চেংগাড়া এলাকায় বাসের ধাক্কায় ছিটকে পড়ে ট্রাকচাপায় মোলায়েম হোসেন (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তোয়াজ উদ্দীন নামে মোটরসাইকেলের আরও এক আরোহী।

 

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোলায়েম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নাটনাপাড়া গ্রামের মৃত আফেল মণ্ডলের ছেলে।  

নিহতের খালাতো ভাই একই গ্রামের (অবসরপ্রাপ্ত) সেনা সদস্য তোয়াজ উদ্দীন বাংলানিউজকে বলেন, গাংনী শহরে আমার নির্মাণাধীন বাড়ির কাজ শেষে মোলায়েমকে নিয়ে মোটরসাইকেলে করে দু‘জনে বাড়ি ফিরছিলাম। পথে চেংগাড়া বাজারের কাছে এলে সামনে থেকে আসা যাত্রীবাহী একটি লোকাল বাস আমাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দু’জনই ছিটকে সড়কেও ওপর পড়ে যাই। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মোলায়েমের মৃত্যু হয়।  

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।