ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে মেয়র লিটনের সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে মেয়র লিটনের সাক্ষাৎ ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে মেয়র লিটনের সাক্ষাৎ

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন তারা।

এ সময় তারা ভারত-বাংলাদেশের সৌহার্দপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে রাজশাহীর উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলাপ করেন। ভারতের সহকারী হাইকমিশনার রাজশাহীর মেয়রকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। পরে তারা একে অপরের কুশল বিনিময় করেন।

বাংলাদেশ সময়: ০৬০৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
এসএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।