ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

কাঁচা রাস্তা পাকা করার দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
কাঁচা রাস্তা পাকা করার দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন কাচা রাস্তা পাকা করার দাবিতে মানববন্ধন

মুন্সিগঞ্জ: কাঁচা রাস্তা পাকা করার দাবিতে মুন্সিগঞ্জ সদর উপজেলা সীমানাধীন মেঘনা নদীর পাড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (১৭ জানুয়ারি) দুপুরে ঘণ্টাব্যাপী দীর্ঘ ৫ কিলোমিটার মানববন্ধনটিতে অংশ নেন বিভিন্ন গ্রামের বাসিন্দারা।

চরাঞ্চলের বকচর, চর আব্দুল্লাহ, জাজিরা ও শিকদারকান্দি গ্রামের কয়েক হাজার মানুষ এ কর্মসূচি পালন করে।

মানববন্ধনে তারা বলেন, অর্ধশত বছর পার হলেও সদরের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ ব্যবস্থা তৈরি হয়নি। ফলে এসব গ্রামের প্রায় ২০ হাজার মানুষ ভোগান্তিতে আছেন। কৃষিপণ্য বাজারজাত করতে সমস্যা, স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও বিপাকে পড়েছে। এছাড়া যোগাযোগ ব্যবস্থার অভাবে রোগীকে দ্রুত সময়ে হাসপাতালে নেওয়া যায় না। এর জন্য বর্ষার চর ব্রিজ থেকে চর আব্দুল্লাহ পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তা প্রশস্ত করে পাকা করার দাবী জানান।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।