ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরাঞ্চলের আদিবাসীদের জন্য সমাজকল্যাণ ভাতার সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
উত্তরাঞ্চলের আদিবাসীদের জন্য সমাজকল্যাণ ভাতার সুপারিশ

ঢাকা: দেশের উত্তরাঞ্চলের রাজশাহী, পাবনা, ঠাকুরগাঁও জেলায় আদিবাসীরা যাতে সমাজকল্যাণ অনুদান বা ভাতা পায় সেটি তদারকির সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

রোববার (১৭ জানুয়ারি) একাদশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৯ম বৈঠকে এ সুপারিশ করা হয়েছে।

সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকের সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রাশেদ খান মেনন।

বৈঠকে কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, সাগুফতা ইয়াসমিন, কাজী কানিজ সুলতানা, আরমা দত্ত এবং বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান অংশ নেন।

বৈঠকে শিশু পরিবার সম্পর্কিত (প্রেক্ষিত: কিশোর উন্নয়ন কেন্দ্র, পুলেরহাট, যশোর (বালক)) আলোচনা হয়। বিদ্যমান তিনটি কিশোর উন্নয়ন কেন্দ্রের ব্যবস্থাপনা উন্নত করার বিষয়ে সভা করে ত্বরিত ব্যবস্থা নেওয়ার এবং এক্ষেত্রে কেন্দ্রের নিবাসীদের বয়সজনিত সমস্যা সংশোধন করে কাউন্সিলিং কার্যক্রমের ওপর জোর দেওয়ার এবং কিশোর/নিবাসীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়ার সুপারিশ করা হয়।

বৈঠকে শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্ট (বাংলাদেশ) সম্পর্কিত সাব-কমিটির বাস্তবায়নের অগ্রগতি রিপোর্ট আগামী বৈঠকে অবহিত করানোর সুপারিশ করা হয়।

বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দুস্থদের জন্য যেসব কর্মসূচি/অনুদান ও ভাতা রয়েছে তার একটি জাতীয়ভিত্তিক ডাটাবেজ তৈরি করার সুপারিশ করা হয়।

বৈঠকে উপজেলাভিত্তিক সমাজসেবা অফিসগুলোকে একই কমপাউন্ডে আনার সুপারিশ করা হয়। এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং এর অধীনস্থ বিভিন্ন দপ্তরের নিয়োগ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। নিয়োগ পরীক্ষায় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর প্রশ্নপত্র সহজ করার সুপারিশ করা হয়।
বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
এসকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।