ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বরিশালে আসাদ দিবস পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
বরিশালে আসাদ দিবস পালন

বরিশাল: বরিশালে বিনম্র শ্রদ্ধা-ভালোবাসা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালন করা হয়েছে শহীদ আসাদ দিবস।

বুধবার (২০ জানুয়ারি) সকালে বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্বরে শহীদ আসাদের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আসাদ পরিষদের সভাপতি ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, পুলিশের গুলিতে আসাদের মৃত্যুর ফলে শ্বৈরাচারী আয়ুব খানের দ্রুত পতন হয়েছিল। কেবল তাই নয়; ওই সময় আসাদ হয়ে ওঠেন পরবর্তী সময়ের সকল আন্দোলন সংগ্রামের উপমা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদ চেয়েছিলেন স্বৈারাচার মুক্ত শোষনহীন সমাজ গড়ার। তাই আসাদের ৫২ম মৃত্যু বার্ষিকীতে তার চেতনায় আমাদের সমাজ গড়ে তুলতে হবে।

আয়োজনে আরও বক্তব্য রাখেন সাবেক কৃষকলীগ সভাপতি ও ছাত্র নেতা খান আলতাফ হোসেন ভুলু, বরিশাল জেলা ওয়াকার্স পার্টি সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, শিক্ষক নেতা ও সাবেক ছাত্র নেতা অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল, বরিশাল সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব, ণ সংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির আহ্বায়ক দেওয়ান আব্দুর রসিদ নিলু, জাসদ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আ. হাই মাহাবুব, গণফোরাম বরিশাল জেলা সভাপতি অ্যাডভোকেট হিরণ কুমার দাস মিঠু, বাসদ বরিশাল জেলা সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী ও আসাদ পরিষদ বরিশাল শাখার সাধারণ সম্পাদক রতন চক্রবর্তী।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
এমএস/এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।