ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জ সোহাগপুর টেক্সটাইল মিলে শ্রমিক অসন্তোষ

প্লাবন রাজু, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০

নারায়ণগঞ্জ: চাকরিতে পুনর্বহালের দাবিতে বুধবার নারায়ণগঞ্জের বন্দরের লণখোলা এলাকার সোহাগপুর টেক্সটাইল মিলের শ্রমিকরা বুধবার বিক্ষোভ মিছিল করেছে।

শ্রমিকরা জানান, ১৫ আগস্ট সোহাগপুর টেক্সটাইল মিল কর্তৃপ সরকারি ছুটি না দিয়ে মিল চালু রাখে।

একপর্যায়ে শ্রমিকদের চাপের মুখে তারা মিল বন্ধ রাখতে বাধ্য হন। এ ঘটনায় মিল কর্তৃপ বসির, মাহাবুর, মোমেন ও মোস্তাফিজ নামের চার শ্রমিককে বরখাস্ত করে।
 
সোহাগপুর টেক্সটাইল মিলের জিএম আলাউদ্দিন জানান, ১৫ আগস্ট মিল খোলা রাখা হলেও পরবর্তীতে বন্ধ ঘোষণা করা হয়। বহিস্কৃত চার শ্রমিক প্রসঙ্গে বলেন, তারা বিভিন্ন সময় শ্রমিকদেরকে নানা অজুহাতে উস্কে দেন। এই চার শ্রমিক দুই কর্মকর্তাকেও লাঞ্চিত করেন।
 
শ্রমিকরা কাজ বন্ধ রেখে এলাকায় বিক্ষোভ করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বন্দর থানার ওসি হারুন অর রশিদ বাংলানিউজকে জানান, পরিস্থতি নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।