ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে অস্ত্র-মাদকসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
জয়পুরহাটে অস্ত্র-মাদকসহ আটক ৪

জয়পুরহাট: জয়পুরহাটে পৃথক দু’টি অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ চারজন আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২০ জানুয়ারি) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

অস্ত্র-গুলিসহ আটক ব্যবসায়ীরা হলেন-নওগাঁর ধামইরহাট উপজেলার ইনশিরা গ্রামের মৃত. নৃপেন্দ্রনাথ মন্ডলের ছেলে সুব্রত কুমার (৩৬) ও একই উপজেলার ধঞ্জয়পুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে বায়েজিদ হোসেন (২৬)।

গাঁজাসহ আটক মাদক ব্যবাসয়ীরা হলেন-বগুড়ার আদমদিঘী উপজেলার দোহারপুর গ্রামের বাচ্চু সরদারের দুই ছেলে ইমরান হোসেন (২২) ও এনামুল হোসেন (২৪)।

জানা যায়, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদের নেতৃত্বে জয়পুরহাট সদর উপজেলার ভাদশা বাজার এলাকা থেকে একটি বিদেশি রিভলবার, ৪ রাউন্ড তাজা গুলি, একটি মোটরসাইকেলসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করে।

রাতে অপর এক অভিযানে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলী এলাকা থেকে ২৬ কেজি ৭০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রয় নগদ ৪ হাজার ৪৫০ টাকা, একটি মোবাইল ও দুটি ট্রাভেল ব্যাগসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়।

র‌্যাব কর্মকর্তা এম এম মোহাইমেনুর রশিদ জানান, এ ঘটনায় আটক অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় দি আর্মস অ্যাক্ট ১৮৭৮ অনুসারে এবং মাদক বিক্রেতাদের বিরুদ্ধে ক্ষেতলাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।