ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে সড়ক দুঘর্টনায় আহত গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
বকশীগঞ্জে সড়ক দুঘর্টনায় আহত গৃহবধূর মৃত্যু

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে অটোরিকশার চাকায় ওড়না পেচিয়ে আহত গৃহবধূ সখিনা বেগমের (৪৬) মৃত‌্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ভোরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত সখিনা বেগম বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নে দিকপাড়া গ্রামের নছম উদ্দিনের স্ত্রী। তিনি ৫ সন্তানের জননী ছিলেন।

স্থানীয়রা জানান, বুধবার (২১ জানুয়ারি) সন্ধ‌্যা সাড়ে ৬টায় বকশীগঞ্জ বাজার  থেকে অটোরিকশায় নিজ বাড়িতে ফিরছিলেন সখিনা। অটোরিকশাটি বাসকান্দা এলাকায় পৌঁছালে ওড়না অটোরিকশায়র চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে বকশীগঞ্জ সদর সরকারি হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগ থেকে ময়মনসিংহ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট বাংলানিউজকে জানান, মৃত ছখিনা বেগমের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।