ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে আগুনে পুড়লো বিএনপি সভাপতির স্পিনিং মিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
আড়াইহাজারে আগুনে পুড়লো বিএনপি সভাপতির স্পিনিং মিল

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুর রহমান সুমনের মালিকানাধীন জাহিন স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মিলটি উপজেলার সদর পৌরসভা এলাকার ঝাউগড়ায় অবস্থিত।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ভোরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুরো ভস্মীভূত হয়ে যায় মিলটি।  

আড়াইহাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ শাহজাহান জানান, আড়াইহাজার, সোনারগাঁও, কাঞ্চন ও মাধবদী থেকে ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। বুধবার দিনগত রাত ১টায় আগুন লাগার পর বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি এখনো নিরূপণ করা যায়নি।

জাহিন স্পিনিং মিলের মালিক মাহমুদুর রহমান সুমন বাংলানিউজকে জানান, প্রায় ১৫ কোটি টাকার মালামাল ও যন্ত্রপাতি পুরো ভস্মীভূত হয়ে গেছে। কিভাবে কি হয়েছে এখনো জানিনা।  
 
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, কিভাবে আগুন লাগলো তা এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত করে যদি কারো সম্পৃক্ততা পাওয়া যায় অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।