ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক বসতঘরে, ঘুমন্ত এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক বসতঘরে, ঘুমন্ত এক ব্যক্তির মৃত্যু

পাবনা: পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে ঘরের মধ্যে আলু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ঘরে ঢুকে তার নিচে চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে বল্লভপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিটন সরকার (৩৫) হান্ডিয়াল বল্লভপুর গ্রামের মৃত কালিপদ সরকারের ছেলে। তিনি পেশায় একজন ভ্যান চালক ছিলেন।

হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাস মফিজুল হক জানান, নিহত লিটন চাটমোহর-সিরাজগঞ্জ মান্নাননগর আঞ্চলিক সড়কের পাশে বল্লভপুর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জায়গায় ঘর তৈরি করে সেখানে থাকতেন। সকালে ট্রাকটি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থেকে আলু বোঝাই করে চাটমোহর-সিরাজগঞ্জ মান্নাননগর আঞ্চলিক সড়ক দিয়ে পাবনা টেবুনিয়ায় যাচ্ছিল। ট্রাকটি বল্লভপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ঘরে ঢুকে পড়ে তার নিচে চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় মারা যান লিটন। পরে স্থানীয়রা এসে ট্রাকের চালককে আটক করতে পারলেও চালকের সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ট্রাকের চালক ও ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।