ঢাকা, শনিবার, ১০ কার্তিক ১৪৩১, ২৬ অক্টোবর ২০২৪, ২২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাতের আঁধারে কীটনাশক প্রয়োগে শতাধিক হাঁস নিধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
রাতের আঁধারে কীটনাশক প্রয়োগে শতাধিক হাঁস নিধন কীটনাশক প্রয়োগে শতাধিক হাঁস নিধন

খুলনা: খুলনার তেরখাদা উপজেলায় একটি হাঁস খামারে কীটনাশক প্রয়োগ করে শতাধিক হাঁস নিধন করেছে দুর্বৃত্তরা।  

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে এ ঘটনায় তেরখাদায় থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত খামারি মো. মুকুল মোল্যা।

 

তিনি তেরখাদার হাড়িখালী গ্রামের মৃত আব্দুল লতিফ মোল্যার ছেলে ।

এর আগে বুধবার দিনগত রাতের (২০ জানুয়ারি) কোন এক সময় উপজেলার হাড়িখালীর মুকুল মোল্যার হাঁস খামারে কীটনাশক দেয় দুর্বত্তরা। এতে শতাধিক হাঁসের মৃত্যু হয়।

লিখিত অভিযোগে বলা হয়েছে, প্রতিদিনের মতো সকাল ৮টার দিকে মুকুল মোল্যা খামারে গিয়ে দেখেন তার হাঁস মরে পরে আছে। বুধবার দিনগত রাতে কে বা কারা তার হাঁসের খামারে কীটনাশক প্রয়োগ করেছেন। এতে শতাধিক হাঁসের মৃত্যু হয়েছে। যার মূল্য প্রায় ৩৩ হাজার টাকা। এছাড়া অসুস্থ হয়ে পড়েছে ৬১টি হাঁস। এরমধ্যে অনেকগুলো মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বাংলানিউজকে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
এমআরএম/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।