ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কড়া নিরাপত্তা নিয়ে মিরপুরে উচ্ছেদ অভিযানে ডিএনসিসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
কড়া নিরাপত্তা নিয়ে মিরপুরে উচ্ছেদ অভিযানে ডিএনসিসি

ঢাকা: কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দ্বিতীয় দিনের মতো রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।  

এর জন্য অভিযান স্থলের আশেপাশের এলাকায় লোকজনের চলাচল সীমিত রাখা হয়েছে।

শুক্রবার (২২ জানুয়ারি) সকাল ১১টা থেকে অভিযান শুরু করে ডিএনসিসি। পে লোডার, বুলডোজার, হ্যামার ড্রিল ভেহিকেলসহ প্রায় ছয়টি ভারী যন্ত্রপাতি আনা হয়েছে উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য।  

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) এ এলাকার অবৈধ দখল উচ্ছেদে আসলে দখলদারদের সঙ্গে সংঘর্ষ হয় প্রশাসনের। বিষয়টি বিবেচনায় রেখে শুক্রবারের অভিযানেও অতিরিক্ত পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মোতায়েন করা হয়েছে।  

যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা এড়াতে এভিনিউ-৩ এর ৪ নম্বর সড়কে সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পুলিশি ব্যারিকেডের মাধ্যমে পরিচয় যাচাই করে উচ্ছেদ অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীদের ঢুকতে দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
এস এইচ এস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।