ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ট্রাকচাপায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
ঝিনাইদহে ট্রাকচাপায় নারী নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের হামদহ ঘোষপাড়ায় ট্রাকচাপায় রিপ্তি (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (২২ জানুয়ারি) সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রিপ্তি ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়ীয়া এলাকার তাহিদুল ইসলামের স্ত্রী।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বাংলানিউজকে জানান, সকালে চাচাতো ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে করে শহর থেকে গ্রামে ফিরছিলেন রিপ্তি। পথে ঘোষপাড়া এলাকায় পৌঁছালে যশোর থেকে কুষ্টিয়াগামী ভুট্টাবোঝায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে রিপ্তি সড়কে ছিটকে পড়লে ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত মোটরসাইকেলচালক আলমগীর হোসেনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।