ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষ, পুলিশ সদস্য নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
কালিয়াকৈরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষ, পুলিশ সদস্য নিহত

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাশতলী এলাকায় মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে রুবেল হোসেন (৩০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার (২২ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

রুবেল হোসেন উপজেলার সিনাবহ এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।

এলাকাবাসী জানায়, সিনাবহ এলাকায় নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ঢাকায় কর্মস্থলের উদেশ্যে রওয়া দেন রুবেল হোসেন। এসময় বাশতলী এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংর্ঘষ হয়। এতে  পুলিশ সদস্য রুবেল হোসেন ছিট পড়ে গুরুত্ব আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেখ ফজিতুলনেসা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।