ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ওয়ালটন গ্রুপের পরিচালক মাহবুব আলম মৃদুলের দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
ওয়ালটন গ্রুপের পরিচালক মাহবুব আলম মৃদুলের দাফন সম্পন্ন জানাজা

টাঙ্গাইল: ওয়ালটন গ্রুপের পরিচালক মাহবুব আলম মৃদুলের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২২ জানুয়ারি) বাদ জুমা পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর আজিম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

মাহবুব আলমের মৃত্যুতে প্রশাসন, রাজনীতি, সামাজিকসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।

সদর আসনের এমপি ছানোয়ার হোসেন, ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এসএম নুরুল আলম রেজভী, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান এস এম শামছুল আলম, ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার গোলাম মোর্শেদ, এসএম রেজাউল আলম শামীম, মাহবুব আলম খালিদ, জেলা প্রশাসক ড. আতাউল গনি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সাবেক চেয়ারম্যান খোরশেদ আলমসহ ১০ সহশ্রাধিক লোকজন জানাজায় অংশ নেয়।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন মাহবুব আলম মৃদুল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৪ বছর।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।