ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
জয়পুরহাটে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু প্রতীকী ছবি

জয়পুরহাট: জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের নির্মাণাধীন সাত তলা ভবন থেকে পড়ে মিঠু হোসেন (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মিঠু জেলা সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।  

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর জাহান বাংলানিউজকে জানান, সকালে হাসপাতাল নির্মাণাধীন আট তলা ভবনের কাজ করার সময় সাত তলা থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যান মিঠু। এ সময় সেখানে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।