ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সড়ক দুর্ঘটনায় সুভাষ চন্দ্র নাথ (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

 

শনিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার রশিকনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুভাষ রশিকনগর গুলছড়ি এলাকার বাসিন্দা।

জানা যায়, সকালে রশিকনগর এলাকায় দু’টি থ্রি-হুইলারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’জন গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সুভাষকে মৃত ঘোষণা করেন।  

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
এডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।