ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সাদুল্লাপুরে ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
সাদুল্লাপুরে ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু প্রতীকী

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোদাবকস গ্রামের মুচির টেকানী এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত একটি ট্রাক্টরের ধাক্কায় আব্দুল কাফি (১২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।  

শনিবার (২৩ জানুয়ারি) দুপুরের দিকে বকশীগঞ্জ-মাদারগঞ্জ সড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল ওই গ্রামের গাবুর আলীর ছেলে।  

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বাংলানিউজকে জানান, বাড়ির সামনে ওই সড়কে বাইসাইকেল চালাচ্ছিল আব্দুল। এ সময় মাটি বোঝাই একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় শিশুটি। স্থানীয়রা আব্দুলকে উদ্ধার করে রংপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।