ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

‘কয়েদির নারীসঙ্গ কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
‘কয়েদির নারীসঙ্গ কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’ ...

ঢাকা: গাজীপুরের কাশিমপুর কারাগারে হলমার্ক কেলেঙ্কারির সাজাপ্রাপ্ত বন্দি তুষারের এক নারীর সঙ্গে সময় কাটানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন।

শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে আইজি প্রিজন এ তথ্য জানান বাংলানিউজকে।

তিনি জানান, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা তদন্ত কমিটি হয়েছে। কিছুদিনের মধ্যেই তারা রিপোর্ট দেবে। রিপোর্টের ভিত্তিতে এটার সঙ্গে যারা জড়িত থাকুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তদন্ত কমিটির একটি সূত্র জানায়, এই ঘটনায় কারাগারের পার্ট-১ এর কর্মকর্তা জড়িত থাকার প্রমাণ মিলেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তদন্তে সুপারিশ করা হবে।

এ ঘটনায় এরইমধ্যে ডেপুটি জেল সুপার মোহাম্মদ সাকলাইন, সার্জেন্ট আব্দুল বারী ও সহকারী প্রধান কারারক্ষী খলিলুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

ওই ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৬ জানুয়ারি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-১ এ থাকা হলমার্ক কেলেঙ্কারির হোতা তানভীরের ভায়রা জিএম তুষারের সাথে এক নারী সাক্ষাৎ করেন। এটা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। গঠিত হয় তদন্ত কমিটি।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
এজেডএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।