ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে পিআইবি’র অনুসন্ধানী রিপোর্টিং প্রশিক্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
কক্সবাজারে পিআইবি’র অনুসন্ধানী রিপোর্টিং প্রশিক্ষণ

কক্সবাজার: বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি’র) উদ্যোগে কক্সবাজারে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ’।

রোববার (২৪ জানুয়ারি) সকালে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী।

এতে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম,  প্রশিক্ষণের রিসোর্স পার্সন সাংবাদিক জূলফিকার আলী মানিক এবং পিআইবি’র প্রশিক্ষক মো. শাহ আলম।

প্রশিক্ষণে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন গণমাধ্যমকর্মী অংশ নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, জানুয়ারী ২৪, ২০২১
এসবি/এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।