ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, যুবক নিহত

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মানিকছড়িতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে আব্দুল সাত্তার (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫জন।

রোববার (২৪ জানুয়ারি) সকালে মানিকছড়ির ওসমানপল্লী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল সাত্তার সদর গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা।

জানা যায়, রোববার সকালে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির উদ্দেশ্য ছেড়ে একটি যাত্রীবাহী ( চট্টমেট্টো-জ ১১-০৭১৫)  মানিকছড়ি উপজেলার ওসমানপল্লী মসজিদ সংলগ্ন রাস্তায় অন্য গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা হতাহতের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান কর্তব্যরত চিকিৎসক আব্দুল সাত্তারকে মৃত ঘোষণা করেন।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে প্রথমে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। পরবর্তী কার্যক্রম চলছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
এডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।