ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে ডাকাতের হামলায় ট্রাকের হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
না.গঞ্জে ডাকাতের হামলায় ট্রাকের হেলপার নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাতের হামলায় বিল্লাল হোসেন (২২) নামে ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন।  

রোববার (২৪ জানুয়ারি) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের দৈবই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিল্লাল মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শাহীবাগ গ্রামের আবু কালামের ছেলে।  

কালাম জানান, তার ছেলে বিল্লাল ট্রাকের হেলপার। ওই ট্রাক দিয়ে ঢাকা থেকে সবজি নিয়ে সিলেটের দিকে যাচ্ছিল। ভোরে ট্রাকটি আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের দৈবই এলাকায় পৌঁছলে চার থেকে পাঁচজন ডাকাত ট্রাকটি থামিয়ে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় চালক ও হেলপারের সঙ্গে ডাকাতদের ধস্তাধস্তির এক পর্যায়ে ডাকাতদল বিল্লালকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।