ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বিজয়নগরে দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
বিজয়নগরে দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি ইটভাটায় দেয়াল ধসে চাপা পড়ে খালেক মিয়া (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  

রোববার (২৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার মিরপুরে টু-স্টার ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খালেক ওই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, টু-স্টার ইটভাটায় সংস্কার কাজের সময় দেয়াল ধসে চাপা পড়ে শ্রমিক খালেক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ার জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বাংলানিউজকে জানান, এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতালটির মর্গে রাখা আছে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।