ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে বিইউপি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
রাষ্ট্রপতির সঙ্গে বিইউপি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এর উপাচার্য মেজর জেনারেল মোশফেকুর রহমান রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।  

সোমবার (২৫ জানুয়ারি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সাক্ষাৎকালে বিইউপির উপাচার্য রাষ্ট্রপতিকে বিইউপির শিক্ষা কার্যক্রম বিষয়ে অবহিত করেন। এছাড়া তিনি এই মহামারিতে শিক্ষা কার্যক্রমকে চালিয়ে নিতে বিইউপি কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা জানান। বিইউপির সামগ্রিক কর্মকাণ্ডে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন এবং তিনি আশা ব্যক্ত করেন।  

বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম যথাযথভাবে পরিচালনায় রাষ্ট্রপতি প্রয়োজনীয় সহযোগিতার প্রদানের আশ্বাস দেন। এসময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০১২১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
টিএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।