ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বিএনসিসির স্বেচ্ছাসেবা সপ্তাহ শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
বিএনসিসির স্বেচ্ছাসেবা সপ্তাহ শুরু

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবা সপ্তাহ ও সচেতনতা কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সুন্দরবন রেজিমেন্ট খুলনা।  

রেজিমেন্টের আওতায় সোমবার (২৬ জানুয়ারি) রাজবাড়ী জেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাবুদ এ কর্মসূচির উদ্বোধন করেন।  

এ সময় জি আর্টিলারি সুন্দরবন রেজিমেন্ট কমান্ডার মেজর জসিম উদ্দিন, ২৪ বিএনসিসি ব্যাটালিয়ন কমান্ডার ও ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শাহিনুর রহমান ও কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন ড. মো. রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০২২২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
এমআইএইচ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।