ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে নিবিড়ভাবে কাজ করছে বাংলাদেশ-ভারত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে নিবিড়ভাবে কাজ করছে বাংলাদেশ-ভারত প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবসে দেশটির জনগণ ও সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুই দেশের মধ্যে বন্ধুত্বের বিশেষ বন্ধন, সহযোগিতা ও আস্থা জোরালো থেকে আরও জোরালো হচ্ছে।

ঐতিহ্যগত ক্ষেত্রগুলো ছাড়াও দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন, নতুন দ্বার উন্মোচিত হচ্ছে, এমন কি এই মহামারির সময়ও তা অব্যাহত রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে দুই দেশের সরকার নিবিড়ভাবে কাজ করছে।

এ বছর ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একটি কন্টিনজেন্ট অংশ নেওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এজন্য আমরা গর্ব বোধ করছি।

শেখ হাসিনা সমৃদ্ধ, উন্নত ও শান্তিপূর্ণ ভারত কামনা করেন।

বাংলাদেশ সময় ০৩৩০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
এমইউএম/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।