ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে শীতার্ত মানুষের পাশে ‘শীতের হাসি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
নাটোরে শীতার্ত মানুষের পাশে ‘শীতের হাসি’ কম্বল পেয়ে খুশি এক বৃদ্ধা। ছবি: বাংলানিউজ

নাটোর: নাটোরের নলডাঙ্গায় এবারও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ‘শীতের হাসি’ নামে একটি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। বাড়ি বাড়ি গিয়ে ছিন্নমূল অসহায় মানুষের হাতে তুলে দিচ্ছে কাভারসহ লেপ।

আর মাঘ মাসের কনকনে এই শীতে লেপ পেয়ে উচ্ছ্বসিত শীতার্ত মানুষগুলো।
 
বুধবার (২৭ জানুয়ারি) সকালে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন লেপ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।  

বিতরণের প্রথম দিন সাতটি পরিবারকে লেপ দেওয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন মো. রকিবুল হাসান সুজন, জেলা পরিষদ সদস্য রইস উদ্দিন রুবেল, সংগঠনের সভাপতি ও উদ্যোক্তা গণমাধ্যমকর্মী মো. মামুনুর রশীদ, সাংবাদিক সত্যজিৎ কুমার দেবনাথ, রাশেদ আলম, তুষার হোসেন প্রমুখ।
 
‘শীতের হাসি’ স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের সভাপতি ও উদ্যোক্তা গণমাধ্যমকর্মী মো. মামুনুর রশীদ বাংলানিউজকে জানান, গত ২০১৯ সালে এই সংগঠনের যাত্রা শুরু হয়। গত বছর নাটোর সদর, নলডাঙ্গা ও সিংড়া উপজেলার ১০০টি পরিবারকে একটি করে লেপ ও লেপের কাভার দেওয়া হয়েছে।
 
সংগঠনের সদস্য ও স্থানীয় এবং বিভিন্ন পর্যায়ের ডোনারদের আর্থিক সহযোগিতায় লেপ প্রস্তুত করার পর তা ছিন্নমূল পরিবার, যাদের ঘরে শীত নিবারনের লেপ নেই, তাদের খুঁজে বের করে বাড়ি বাড়ি গিয়ে এসব লেপ বিতরণ করা হয়। এবারও প্রায় ১০০ জনকে লেপ দেওয়া হবে।

তিনি বলেন, শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে প্রতিবছর পাশে থাকবে এই সংগঠন। শুধু শীতবস্ত্র বিতরণ নয়, পাশাপাশি সামাজিক ও বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ ও বাস্তবায়ন করে আসছে এই সংগঠন।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।