ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

চুনারুঘাটে প্রাচীর ধসে ২ শ্রমিকের প্রাণহানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
চুনারুঘাটে প্রাচীর ধসে ২ শ্রমিকের প্রাণহানি দেউন্দি চা বাগান

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দেউন্দি চা বাগানে নির্মাণাধীন সীমানা প্রাচীর ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- দেউন্দি চা বাগানের বাসিন্দা দীনেশ বাকতির ছেলে অজিত বাকতি (৪০) ও একই এলাকার জামিন মালের ছেলে স্বপন মাল (৩৫)।  

চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) চম্পক ধাম বাংলানিউজকে জানান, দুপুরে অজিত ও স্বপন দেউন্দি বাগান কর্তৃপক্ষের অধীনে সীমানা প্রাচীর মেরামতের কাজ করছিলেন। কাজের একপর্যায় সীমানা প্রাচীরের একটি অংশ ধসে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই দুই শ্রমিকের মৃত্যু হয়।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি হবিগঞ্জ ২৫০ শয্যার আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।  

এদিকে নিহতদের পরিবার ময়নাতদন্ত ছাড়া মরদেহগুলোর শেষকৃত্য করার অনুমতি জানিয়েছেন বলে একই বাগানে কর্তব্যরত একজন বাংলানিউজকে জানান।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।