ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সংবাদকর্মীদের দুর্নীতি তুলে এনে জনগণের সামনে প্রকাশের আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
সংবাদকর্মীদের দুর্নীতি তুলে এনে জনগণের সামনে প্রকাশের আহ্বান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ড. জাফরুল্লাহ। ছবি: বাংলানিউজ

ঢাকা: সংবাদকর্মীদের দুর্নীতি তুলে এনে তা জনগণের সামনে প্রকাশের আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ড. জাফরুল্লাহ। একই সঙ্গে সংবাদ মাধ্যমগুলোকে সাহায্যের জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিষ্ঠাবার্ষীকির আয়োজনে তিনি এ আহ্বান জানান।

ড. জাফরুল্লাহ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সত্য কথা বলার দায়িত্ব আপনারা নিয়েছেন। এটা বড় কঠিন কাজ, কেননা সত্য কেউ শুনতে চায় না। আমরা বলি যে সত্য বলেন, কিন্তু আমরা সত্য শুনতে চাই না। তবু আপনাদের সাহস করে সত্য সংবাদ লিখতে হবে।

তিনি বলেন, সরকার প্রায় ৭০ হাজার গৃহহীনদের ঘর দিয়েছে। এটা অবশ্যই তারা ভালো কাজ করেছেন। ইতোমধ্যেই দেখা যাচ্ছে দু-চার-দশটা বাড়ি এলাকার মেম্বার সাহেব দখল করে নিয়েছেন। গরিব মানুষটাকে না দিয়ে নিজেরা নিয়েছেন। এই সংবাদ আপনাকে তুলে আনতে হবে। এটা প্রকাশ করতে হবে।

করোনার সময়ে সাংবাদিকেরা বিশেষ গুরুত্ব নিয়ে কাজ করেছেন উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকরা জনগণকে সচেতন করেছেন। আমাদের সচেতনতার ব্যাপারে সাংবাদিকদের একটা বিরাট ভূমিকা রয়েছে। অতীতে এক মানববন্ধনে আমি সরকারকে অনুরোধ করেছিলাম, প্রত্যেকটা সাংবাদিককে ২৫ হাজার টাকা ইনসেনটিভ দেওয়া হোক, যেটা উনারা গার্মেন্টসহ অন্যান্য ব্যবসায়ীকে দিয়েছে। সংবাদপত্রের সঙ্গে যারা জড়িত তাদের সহায়তা করা আমাদের দরকার।

জাফরুল্লাহ বলেন, পত্রিকাকে বাঁচিয়ে রাখার দরকার আছে। এজন্য একদিকে সরকারের দায়িত্ব, অন্যদিকে পাঠকের। আমাদের সাহস করে সত্য কথা বলতে হবে। চালিয়ে যান, আমরা আপনাদের পাশে আছি। অন্যান্য দেশে পত্রিকা বাঁচিয়ে রাখতে সরকার বিভিন্ন ধরণের ঋণ বা অনুদানের ব্যবস্থা করে। বাংলাদেশে এখন সর্বকালের সবচেয়ে বেশি ৭৪৩ বিলিয়ন ডলার আমাদের উদ্ববৃত্ত আছে। তার থেকে সামান্য এক বা অর্ধেক বিলিয়ন ডলার আমাদের রিজিওনাল পত্রিকাগুলোকে সাহায্যের জন্য দেওয়া যেতে পারে।

আয়োজনে সকালের সময় পত্রিকার সম্পদক মো. নূর হাকিমসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
এইচএমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।