ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সিগঞ্জে মাটি চাপায় দুই শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
মুন্সিগঞ্জে মাটি চাপায় দুই শ্রমিকের মৃত্যু ছবি: বাংলানিউজ

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের শ্রীনগরে মাটি ধসে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শ্রমিক।

 

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার দক্ষিণ হাসাড়া কালিখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন- একই উপজেলার হাসাড়া এলাকার মৃত রেজাউল করিমের ছেলে রুবেল (৪৫) ও বিরতারা ইউনিয়নের সাতগাঁও এলাকার সচিন (৩২)।  

আর আহত শ্রমিকের নাম জিল্লু হোসেন(৫০)। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।  

স্থানীয় সূত্রে জানা যায়, ইতালি প্রবাসী স্থানীয় আফজাল হোসেনের বাড়ি নির্মাণের জন্য পিলার তৈরিতে গর্ত খুড়ছিলেন শ্রমিকরা। দুপুরের দিকে গর্তের একপাশে মাটির পাড় ধসে ওই তিন শ্রমিক চাপা পড়ে। এ সময় বাড়ির লোকজন ও স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে শ্রীনগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেল ও সচিনকে মৃত ঘোষণা করেন। আহত জিল্লুকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।  

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূঁইয়া বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক আফজালকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।