ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে প্রবীণদের মধ্যে জেআরডিএম’র শীতবস্ত্র বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
জয়পুরহাটে প্রবীণদের মধ্যে জেআরডিএম’র শীতবস্ত্র বিতরণ প্রবীণদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছেন আমন্ত্রিত অতিথিরা। ছবি: বাংলানিউজ

জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়ন পরিষদে (ইউপি) তিন শতাধিক প্রবীণ দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।  বেসরকারি উন্নয়ন সংস্থা জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্টের (জেআরডিএম) উদ্যোগে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে আনুষ্ঠানিকভাবে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।



বিতরণ অনুষ্ঠানে পুরানাপৈল ইউপি চেয়ারম্যান খোরশেদ আলাম সৈকতের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র রায়।

এ সময় উপস্থিত ছিলেন জেআরডিএম’র সহকারী পরিচালক এন এম ওয়ালিউজ্জামান, প্রবীণ ইউনিয়ন কমিটির সভাপতি রফিকুল ইসলাম, কর্মসূচি সংগঠক আরিফুল ইসলাম প্রমুখ।

পর্যায়ক্রমে জেলার বিভিন্ন স্থানে দুস্থ প্রবীণদের মধ্যে  শীতবস্ত্র বিতরণ করা হবে বলে জানানও সংস্থার সহকারী পরিচালক।

** বদলগাছীতে হতদরিদ্রকে চার্জার ভ্যান উপহার

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।