ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

আত্মহত্যা চেষ্টাকারী আবাসন ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০

ঢাকা: রাজধানীর আগারগাঁওয়ে বুধবার সকালে শরীরে পেট্রল ঢেলে আত্মহত্যার চেষ্টাকারী আবাসন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।



নিহতের নাম কাউসার আহমেদ (২৮)। শ্যামলীর রিং রোডের আশানূর ডেভেলপমেন্ট কোম্পানির মালিক ছিলেন তিনি।

কাউসার পশ্চিম আগারগাঁওয়ের ২৪২/২৪৩ নম্বর বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার বদরপুর গ্রামে।

নিহতের বাবা শওকত আলী বাংলানিউজকে জানান, মঙ্গলবার বিকেলে বোন শারমিন আক্তার কেয়ার
কাছে কাউসার মোবাইল ফোন চাইলে কেয়া তা দিতে অস্বীকার করেন। এতে কাউসার অভিমান করে পরের দিন সকাল সাড়ে দশটার দিকে বাসার নিচে থাকা মোটরসাইকেলের পেট্রল বোতলে ভরে বাসায় ফেরেন।

এরপর নিজের রুমে ঢুকে বিশেষ কাজের কথা বলে স্ত্রীকে অন্য রুমে পাঠিয়ে দিয়ে দরজা বন্ধ করে শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। বিষয়টি তার মা টের পেয়ে দরজা খুলে তাকে উদ্ধার করেন।

গুরুতর আহত কাউসারকে প্রথমে একটি স্থানীয় কিনিকে ভর্তি করেন শওকত আলী। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা জানান, শরীরের ৯০ ভাগ পুড়ে গিয়েছিল কাউসারের।

বাংলাদেশ সময় : ১৬৩০ ঘণ্টা,  সেপ্টেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।