ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে ডাচ এনজিও

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে ডাচ এনজিও

ঢাকা: বাংলাদেশে কর্মরত ডাচ বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহ আর্থ-সামাজিক উন্নয়নে তাদের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। নেদারল্যান্ডসের বাংলাদেশ দূতাবাস আয়োজিত ‘ ই কনক্লেভ অফ ডাচ এনজিওস এঙ্গেজড ইন বাংলাদেশ ' সম্মেলনে অংশগ্রহণকারী ডাচ এনজিও ও ফাউন্ডেশন তাদের এই আশ্বাস পুনর্ব্যক্ত করে।

বৃহস্পতিবার ( ২৮ জানুয়ারি) নেদারল্যান্ডসের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে৷

বাংলাদেশে বিভিন্ন খাতে কর্মরত ৩০টি ডাচ এনজিও এতে অংশগ্রহণ করে। নেদারল্যান্ডসে বাংলাদেশ রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ সম্মেলন সঞ্চালনা করেন। চলমান কোভিড -১৯ অতিমারীর পরিপ্রেক্ষিতে উদ্ভূত চ্যালেঞ্জসমূহ মোকাবিলা করে উন্নয়ন অংশীদারীগণ কিভাবে তাদের কার্যক্রম অবাহত রেখেছে, করোনা পরবর্তী সময়ে তারা কিভাবে তাদের কার্যক্রম পুনর্বিন্যাস করবে, সে সম্পর্কে মতবিনিময়ের লক্ষ্যে একটি উন্মুক্ত আলোচনার আয়োজন করা হয়। এতে ব্র্যাক চেয়ারপারসন ডঃ হোসেন জিল্লুর রহমান মূল বক্তব্য প্রদান করেন।

রাষ্ট্রদূত হামিদুল্লাহ তাদেরকে ‘বাংলাদেশের বন্ধু’ অভিহিত করে বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষা, পানি ও স্যানিটেশন, কৃষি, মানসিক স্বাস্থ্য প্রভৃতি খাতে ডাচ এনজিওসমূহের উল্লেখযোগ্য অবদানের প্রশংসা করে, টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ (এসডিজি) অর্জনে বাংলাদেশে ডাচ এনজিওদের সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মানুষের ও নেতৃত্বের মূল্যবোধ, উদ্ভাবন ও উদ্যমতা দু’দেশের বেসরকারী খাত ও সুশীল সমাজকে একত্র করেছে।

ডঃ হোসেন জিল্লুর রহমান বলেন, কোভিড -১৯ মহামারী মূখ্যতঃ প্রযুক্তি এবং অভিবাসন খাতে দৃশ্যমান প্রভাব ফেলেছে। করোনা মহামারীর কারণে দেশের প্রযুক্তিখাতে বিশেষ করে সরবরাহ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি খাতে তথ্য প্রযুক্তির সৃষ্টিশীল প্রসার ঘটেছে। করোনা মহামারী উন্নয়ন সংস্থাসমূহের জন্য কাজের নতুন নতুন ক্ষেত্রও সৃষ্টি করেছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ অনেকাংশে এক ইনিশিয়েটিভ ড্রাইভেন সোসাইটি - যেখানে ডাচ এনজিওরা তাদের উদ্ভাবনী কর্মকান্ডের প্রসার ঘটাতে পারে। দেশের স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি খাতের উন্নয়নে বেসরকারী খাতের পাশাপাশি তিনি স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে এগিয়ে আসার প্রতি গুরুত্বারোপ করেন।

ডাচ এনজিওরা সরকার এবং উন্নয়ন সহযোগীদের বিশেষত ডাচ উন্নয়ন সহযোগীদের মধ্যে সেতুবন্ধন নির্মাণে দূতাবাসের উদ্যোগের প্রশংসা করেন। তারা বাংলাদেশকে বিদেশি এনজিওদের কর্মকান্ড পরিচালনার জন্য সহায়ক দেশ হিসাবে অভিহিত করেন।

বাংলাদেশ সময়: ০৫৪০ ঘন্টা, জানুয়ারি ২৯, ২০২১
টি আর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।