ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে ৬৭৭ পরিবারকে প্রান্তিকের ত্রাণ সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
কক্সবাজারে ৬৭৭ পরিবারকে প্রান্তিকের ত্রাণ সহায়তা

কক্সবাজার: টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬৭৭ রোহিঙ্গা পরিবারকে মানবিক ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।  

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে ওব্যাট হেল্পার'স ইউএসএ’র অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘প্রান্তিক উন্নয়ন সোসাইটির’ উদ্যোগে এ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

এ সময় নয়াপাড়া রেজিস্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লকে গত ১৪ জানুয়ারি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬৭৭ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

প্রান্তিকের উর্ধ্বতন কর্মকর্তা, নয়াপাড়া ক্যাম্প ইনচার্জ অফিসের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

প্রান্তিকের প্রোগ্রাম ম্যানেজার শাকিল আহমেদ জানান, রোহিঙ্গাদের মানবিক সহায়তায় উখিয়া টেকনাফে নানা প্রকল্প বাস্তবায়ন করে আসছে উন্নয়ন সংস্থা প্রান্তিক। এর অংশ হিসেবে নয়াপাড়ার অসহায় অগ্নিদুর্গত পরিবারের পাশে দাঁড়িয়েছি আমরা। ।

গত ১৪ জানুয়ারি মধ্যরাতে নয়াপাড়া রেজিস্ট্রার্ড রোহিঙ্গা শিবিরে ভয়াবহ আগুনে পুড়ে যায় ৬৭৭ রোহিঙ্গার বসত ঘর। সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন তারা।   

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
এসবি/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।