ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বনশ্রীতে নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে রাকিব (২৪) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।  

শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৯টার দিকে বনশ্রী সি ব্লকে এই দুর্ঘটনা ঘটে।

 

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক সকাল ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।  

নওগাঁর সাপাহার উপজেলার মৃত সোলাইমানের ছেলে সে। থাকতো বনশ্রীর ওই ভবনেই।  

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহকর্মীর মো. শরিফ জানান, রাকিব দেড় মাস ধরে বনশ্রীর সি ব্লকের নির্মাণাধীন ওই ভবনে রাজমিস্ত্রী হিসেবে কাজ করছিলো। আজ সকালে সে ১৪তলা ভবনটির ১৩ তলায় মোটর দিয়ে দেয়ালে পানি দিচ্ছিলো। তখন সেখান থেকে নিচে পড়ে যায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় ঘটনাটি জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
এজেডএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।