ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

জাল ভোট দেওয়ায় বোরহানউদ্দিনে যুবককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
জাল ভোট দেওয়ায় বোরহানউদ্দিনে যুবককে জরিমানা

ভোলা: ভোলার বোরহানউদ্দিনে জাল ভোট দেওয়ার অভিযোগে রনি (৩০) নামে এক যুবককে ২ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে সরকারি আব্দুল জব্বার কলেজ কেন্দ্র থেকে তাকে আটকের পর জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

কেন্দ্রের দায়িত্বরত পুলিশ পরিদর্শক আরমান হোসেন বলেন, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কলেজ কেন্দ্রের ৫ নম্বর কক্ষের জাল দিতে আসার অভিযোগে রনি নামে এক যুবককে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে দুই হাজার টাকা জরিমানা করেন। আটক যুবক ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।