ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মণিরামপুরে মুকুল হত্যার ঘটনায় আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
মণিরামপুরে মুকুল হত্যার ঘটনায় আটক ৫ মুকুল হোসেন

যশোর: যশোরের মণিরামপুর উপজেলায় মুকুল হোসেন (৩২) নামে এক যুবককে হত্যার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তাদের আটক করা হয়।

আটক পাঁচজন হলেন- মণিরামপুর উপজেলার শিরিলি মদনপুর গ্রামের মোন্তাজ আলীর ছেলে টিপু সুলতান (২৮), ওই গ্রামের ইনতাজ আলীর দুই ছেলে দিপু হোসেন (৩০) ও রায়হান হোসেন (২০), উপজেলার কাশিপুর গ্রামের মহিদুল ইসলামের দুই ছেলে আসাদুল ইসলাম (২৬) ও সাজেদুল ইসলাম (২০)। আসাদুল ও সাজেদুল সম্পর্কে টিপুর শ্যালক।

এর আগে শুক্রবার (২৯ জানুয়ারি) রাত ১০টার দিকে মণিরামপুর উপজেলার শিরিলি মদনপুর এলাকায় মুকুলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। মুকুল ওই এলাকার আমিন মোড়লের ছেলে। তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার নামে মণিরামপুর থানায় অস্ত্র ও মাদক আইনে আটটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত মুকুলের স্ত্রী লায়লা খাতুন বলেন, আগে মাদকের কারবার করলেও দুই বছর আগে তা ছেড়ে দেন আমার স্বামী। এরপর তিনি ঘেরের ব্যবসা শুরু করেন। মাঝে-মধ্যে যশোর শহরে রডের কাজও করতেন। শুক্রবার (২৯ জানুয়ারি) রাতে তিনি সাড়াপোল বাজারে ছিলেন। তখন ইনতাজ আলীর স্ত্রী মাজেদা মোবাইল ফোনে কল করে মুকুলকে তাদের বাড়িতে ডেকে নেন। এরপর তাকে পিটিয়ে ও কুপিয়ে করে তারা বলে অভিযোগ করেন লায়লা।

এদিকে নিহত মুকুলের বাবা আমিন মোড়ল বাদী হয়ে ছয়জনকে আসামি করে মণিরামপুর থানায় মামলা করেছেন। মামলার আসামিরা হলেন- শিরিলি মদনপুর গ্রামের মোন্তাজ আলী, তার ছেলে টিপু সুলতান, মোন্তাজের চার ভাইপো দিপু হোসেন, রায়হান হোসেন, সাদেক আলী ও রাশেদ হোসেন। এদের মধ্যে টিপু, দিপু ও রায়হান পুলিশ হেফাজতে রয়েছে।

পুলিশ জানায়, একটি সাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে তিন থেকে চারদিন আগে মণিরামপুর উপজেলার মদনপুর গ্রামের পশ্চিমপাড়ার মোন্তাজকে মারধর করেন মুকুল। শুক্রবার রাতে মোন্তাজের বাড়ির পাশে নিজের ঘেরে যান তিনি। ওই সময় মোন্তাজের ছেলে টিপুর চোখে টর্চ লাইটের আলো মারেন মুকুল। এ সময় বাকবিতণ্ডার এক পর্যায়ে টিপুর মা এগিয়ে এলে তার গালে চড় মারেন মুকুল। এরপর মোন্তাজ আলীসহ বাড়ির অন্যদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে মুকুলের মৃত্যু। এ সময় টিপু ও দিপু আহত হন। পরে স্বজনরা মুকুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে গেলে চিকিৎসক মুকুলকে মৃত ঘোষণা করেন।

মণিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হক বাংলানিউজকে বলেন, ছয়জনকে আসামি করে মামলা করেছেন নিহত মুকুলের বাবা। এ মামলায় তিনজন গ্রেফতার আছে। বাকি দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
ইউজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।