ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কম্বলের লোভ দেখিয়ে স্কুলছাত্রীকে ছাদে নেন প্রিতম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
কম্বলের লোভ দেখিয়ে স্কুলছাত্রীকে ছাদে নেন প্রিতম

খুলনা: কম্বল দেওয়ার লোভ দেখিয়ে খুলনার দৌলতপুরের বীণাপানি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী অঙ্কিতা দে ছোঁয়াকে ছাদে তোলেন বীণাপানি ভবনের বাড়িওয়ালা প্রভাত রুদ্রের ছেলে প্রীতম রুদ্র (২৭)। পরে ধর্ষণের চেষ্টা চালালে চিৎকারের এক পর্যায়ে ছোঁয়ার মাথায় ভারীবস্তু দিয়ে আঘাত করলে সে অচেতন হয়ে পড়ে।

এরপর ধর্ষণ শেষে লাইলোনের দড়ি ও পরনের জুতার ফিতা দিয়ে ছোঁয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়া আহমেদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে প্রীতম এসব কথা জানান। জবানবন্দী গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বাংলানিউজকে জানান, আদালতে দেওয়া জবানবন্দীতে প্রীতম জানান, ছোঁয়াকে হত্যার পর বস্তায় ভরে মরদেহ প্রথমে বীণাপানি ভবনের গ্যারাজে সিমেন্টের বস্তার পাশে রাখা হয়। পরবর্তীতে মরদেহ থেকে গন্ধ ছড়িয়ে পড়লে বীণাপানি ভবনের বিউটি পার্লারের বাথরুমে মরদেহ লুকিয়ে রাখা হয়। এ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত নয় বলেও স্বীকার করেছেন প্রীতম।

প্রসঙ্গত, গত ২২ জানুয়ারি দুপুরে খেলার কথা বলে বাড়ি থেকে বের হয় ওই স্কুলছাত্রী ছোঁয়া। এরপর থেকে সে নিখোঁজ ছিল। গত ২৮ জানুয়ারি স্কুলছাত্রী ছোঁয়ার বস্তাবন্দী মরদেহ উদ্ধারের পর প্রিতমসহ আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। শুক্রবার (২৯ জানুয়ারি) রাতে প্রিতমকে স্কুলছাত্রী ছোঁয়াকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়। আটক অপর সাতজনকে ছেড়ে দেওয়া হবে বলেও জানান ওসি হাসান আল মামুন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।