ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

অস্ত্র-গুলিসহ ৬ অপহরণকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
অস্ত্র-গুলিসহ ৬ অপহরণকারী আটক

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পেশাদার অপহরণকারী চক্রের ৬ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় ডিবি উত্তরা বিভাগের একটি টিম অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

তবে প্রাথমিকভাবে আটকদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন জানান, ডিবি পুলিশের অভিযানে অপহরণকারী চক্রের ৬ সদস্যকে আটক করা হয়েছে।
রোববার (৩১ জানুয়ারি) বেলা ১১ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০২২২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
পিএম/আরকেআর/এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।