ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিরাজগঞ্জে রুবেল হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন

সুলতানা ইয়াসমিন মিলি, জেলাপ্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০

সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে চাঞ্চল্যকর রুবেল হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সিরাজগঞ্জ জেলা জজ আদালতের দায়রা জজ লায়লা সালমা বানু বুধবার বিকেলে এ রায় দেন।

দণ্ডাদেশের পাশাপাশি ২০হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত এ আসামির নাম কালু মিয়া(২৭)। সে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার মেঘাই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। বর্তমানে সে জেলহাজতে রয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৪ সালের ১ নভেম্বর সন্ধায় পূর্ব শত্র“তার জের ধরে কালু তার বন্ধু একই এলাকার গোলাম রব্বানীর ছেলে রুবেল হোসেনকে (২৬) কে বাড়ি থেকে ডেকে নিয়ে বাড়ি পাশ্ববর্তী মাদ্রাসার সামনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে সে গুরতর আহত হয়। এলাকাবাসি তাকে উদ্ধার করে প্রথমে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করার পর ওই দিন রাতেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পরে তার পরিবারের পক্ষে জেলার কাজিপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭১৫ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।