ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

খোন্দকার ইব্রাহিম খালেদ করোনায় আক্রান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
খোন্দকার ইব্রাহিম খালেদ করোনায় আক্রান্ত খোন্দকার ইব্রাহিম খালেদ

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গর্ভনর ও খ্যাতিমান ব্যাংকার খোন্দকার ইব্রাহিম খালেদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

দেশের প্রবীণ ওই ব্যাংকার এখন রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।



ইব্রাহিম খালেদের ছেলে সাঈদ আহমেদ তার বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

তিনি বলেন, আমার বাবা স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন। পরিস্থিতি ভালোর দিকে যাবে বলে আমরা আশা করছি। বাবার প্রথমে করোনা পজিটিভ শনাক্ত হয়। পরে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার নিউমোনিয়া ধরা পড়ে। বয়সের কারণে নিউমোনিয়া জটিল আকার ধারণ করতে পারে। তার শারীরিক অবস্থার খুব উন্নতি হচ্ছে না।

খোন্দকার ইব্রাহিম খালেদ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর ছাড়াও বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের এমডি) দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
এসই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।