ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরে পরিস্থান পরিবহনের চাপায় রিকশা চালকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
মিরপুরে পরিস্থান পরিবহনের চাপায় রিকশা চালকের মৃত্যু

ঢাকা: রাজধানীর মিরপুরে পরিস্থান পরিবহনের একটি বাসের চাপায় সামাদ শেখ (৩৮) নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।  

রোববার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর সেকশন ১২ আধুনিক হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পল্লবী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আধুনিক হাসপাতালের সামনে রিকশা চালক সামাদ রিকশা চালিয়ে যাওয়ার সময় পরিস্থান পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।  

তিনি আরও জানান, ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান। মরদেহ পুলিশ হেফাজতে আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হবে। সামাদের বিস্তারিত ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
এজেডএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।