ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে অপহৃত রোহিঙ্গা যুবক উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
টেকনাফে অপহৃত রোহিঙ্গা যুবক উদ্ধার

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত সাদ্দাম হোসেন (১৯) নামে এক যুবককে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রোববার (৩১ জানুয়ারি) দুপুরে হ্নীলা দরগাহপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করেছে এপিবিএন সদস্যরা। অপহৃত সাদ্দাম লেদা ক্যাম্পের নুরুল হাকিমের ছেলে।

কক্সবাজার-১৬ এপিবিএন অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম বাংলানিউজকে জানান, গত ২৬ জানুয়ারি রাত ৮টার দিকে লেদা ক্যাম্পের ডি-ব্লক সংলগ্ন তুলা বাগান এলাকা থেকে একদল সন্ত্রাসী রোহিঙ্গা যুবক সাদ্দামকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার পর এপিবিএনের সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। একপর্যায়ে নিরূপায় হয়ে রোববার দুপুরে অপহরণকারীরা সাদ্দামকে ফেলে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, পরে উদ্ধার করা যুবককে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
এসবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।